বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএইউপিএম) এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমপ্লেক্সে এর আয়োজন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের কার্যকরী কমিটি ২০১৯-২০২০ গঠনের লক্ষ্যে একটি নির্বাচন আয়োজন করা হয়েছে।
নিবার্চনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে ১৩ সদস্যের কার্যকরী কমিটিতে সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহরুল ইসলাম নির্বাচিত হয়েছে।
এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি কৃষিবিদ মোহাম্মদ নুরুন্নবী মজুমদার ও শাহ আহমেদ রেজা, যুগ্ম সম্পাদক ইসমাম ফাতিন জিসান এবং সম্পাদক হিসেবে আইরিন আক্তার, এসএম আসিবুর হাসনাত সাদি, আরমিয়া জাহির, হামিদুল ইসলাম ও অর্পূব দায়িত্ব পালন করবে।
নতুন কমিটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইউপিএমের সহকারী অধ্যাপক ড. এস এম নুরুল আমিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. হারুনআর রশিদ, কৃষিবিদ মো. আল-মামুন, মোহাম্মদ শাহাবুদ্দিন, আব্দুল বাশির ও আয়েশা খাতুন।
বিডি-প্রতিদিন/শফিক