আনন্দ উৎসব করেছে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ইতালি। যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১ নং সহ-সভাপতি সাইফুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিপনেরর উদ্যোগে আনন্দঘন পরিবেশে কলি আলবানী পার্কে আয়োজন করা হয় এই আনন্দ উৎসব ও বারবিকিউ পার্টির।
এতে উপস্থিত ছিল বাংলাদেশ বাংকার সমিতি রোমের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি সারওয়ার জাহিদ এবং যুগ্মসাধারণ সম্পাদক হিমেল দেওয়ান,একতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ সভাপতি খোরশেদ আলম, সিনিয়র, যুগ্ন সাধারন সম্পাদক মিয়া আতিক, কোষাধক্ষ্য হাফেজ আহমেদ,বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক সুমন মিয়া, ১ নং সম্মানিত সদস্য আনোয়ারুল আজিম সিমনে, যুগ্মসাধারণ সম্পাদক মোরশেদ আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলীন যুব উন্নয়নব্যবসায়ী সমিতির সম্মানিত ১নং সদস্য তুহিন খান, সহ-সভাপতি ইকবাল বেপারী, সহ-সভাপতি সাইফুল ইসলাম শিপন, সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ,সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ-সাধারন সম্পাদক ইয়াসিন মোল্লা, সহ-সাধারন সম্পাদক মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সবুজ, সদস্য চঞ্চল আহমেদ, মনিরুল ইসলাম, আশরাফ উদ্দিন, মাহমুদ বজলুর রহমান, উপদেষ্টা আলী খান, উপদেষ্টা মাজেদুল ইসলাম মানা, উপদেষ্টা গোলাম মোস্তফা সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন নয়ন, রমজানুল আহমেদ ময়না, জাহাঙ্গীর হোসেন, সরদার মাহবুব, মিয়াকামরুল ইসলাম, রকি আহমেদ, আব্দুল হালিমসহ নারী-পুরুষ এবং শিশুরাও উপস্থিত ছিল। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রিল পার্টি আপন মহিমায় সুশোভিত হয়ে উঠে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ