প্রবাসীদের মূলধারায় জোরদার ভূমিকায় অবতীর্ণ হবার আহ্বান জানিয়ে কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া অকাসিয়ো কর্টেজ বলেছেন, অভিবাসী সমাজকে অধিকার সচেতন হতে হবে। ট্রাম্পের গণবিরোধী পদক্ষেপ রুখে দিতে ডেমক্র্যাটদের বিপুল বিজয় দিতে হবে। সামনের বছরের নির্বাচনে হাউজের ন্যায় সিনেটেও ডেমক্র্যাটরা জয়ী হলে অভিবাসী সমাজের দুশ্চিন্তা দূর হবে।
নিউইয়র্কস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স এ্যান্ড ডেভেলপমেন্ট’ আমেরিকান ক্যানসার সোসাইটির সাহায্যার্থে রবিবার জ্যাকসন হাইটসে এক পথমেলা তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমি আপনাদের নেতা হিসাবে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কাজ করে যাচ্ছি, যাতে করে স্বল্প আয়ের লোকজন সহজ কিস্তিতে হাউজিং-এর সুবিধা পায়। আমি জনগণের শিক্ষা, স্বাস্থ্য সেবার উন্নয়নে বিশ্বাসী, আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের জনগণ সকলেই সমান, তেমনি করে যারা এদেশে নতুনভাবে বসবাস করছেন তারাও যেন বঞ্চিত না হয়, সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারেন-সেজন্য আমি সদা সচেষ্ট রয়েছি। বাড়ি/এপার্টমেন্ট ভাড়া যাতে অধিকহারে বৃদ্ধি না পায়, সোস্যাল সিকিউরিটি, ছাত্র-ছাত্রীদের সুশিক্ষার ব্যবস্থা করতে আমি বদ্ধ পরিকর। এ সময় ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স এ্যান্ড ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে কংগ্রেসওমেনকে সম্মানসূচক প্লাক প্রদান করা হয় বিপুল করতালির মধ্যে।
দুইদেশ অর্থাৎ আমেরিকা এবং বাংলাদেশর জাতীয় সঙ্গীতের মাধ্যমে পথমেলা উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম সারোয়ার খান বাবু এবং সদস্য সচিব ফাহাদ সোলায়মানের যৌথ সঞ্চালনায় সভার কার্যক্রম আরম্ভ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের সভাপতি শাহ্ শহীদুল হক। এর পরে পর্যায়ক্রমে সভাপতির অনুমোদনক্রমে অতিথিবৃন্দ এবং কার্যকরি পরিষদের কর্মকর্তাগণকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়।
কম্যুনিটির বিশিষ্ট নেতৃবর্গের মধ্যে ছিলেন স্টেট সিনেটর জন ল্যু, ডেমক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট মাজেদা এ উদ্দিন, কম্যুনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, আমেরিকান ক্যানসার সোসাইটির সিনিয়র ম্যানেজার ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের কর্ণধার রবার্ট ফক্স, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মাকসুদুর রহমান, রিয়েলটর কামরুজ্জামান বাচ্চু, হোস্ট সংগঠনের সিনিয়র সহ সভাপতি আকতার হোসেন, সহ সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আকিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদিকা বাবলী হক, প্রচার সম্পাদিকা ফারহানা আমান, অর্থ সম্পাদিকা শামসুন নাহার শেখ, যুব বিষয়ক সম্পাদিকা সাবরিন শেখ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল