বিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মাঝেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দিন দিন বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। গত ১০ দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জন। এদের মধ্যে ৭ জন মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে।
নিহতদের মধ্যে ময়মনসিংহের আনোয়ার, চাঁদপুরের জামাল, সিলেটের মৌলভী বাজারের বড়লেখার মুরশিদুর রহমান, ঢাকার কাফরুল থানার হবিবুর রহমানসহ অন্যান্যরা।
এদের মধ্যে হাবিব বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী ও বঙ্গবন্ধু পরিষদের মানামা মহানগর শাখার উপদেষ্টা ও লিন্নাস গ্রুপের পরিচালক ছিলেন।
দীর্ঘ ১৫ বছর যাবৎ স্বপরিবারে বসবাস করতেন বাহরাইনে। নিহতদের মরদেহ দেশে প্রেরণে আইনী প্রক্রিয়া ও ধর্মীয় আনুষ্ঠানিকতা (গোসল, কাপন, জানাজা) দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দারের সহযোগীতায় সম্পন্ন করে বাহরাইনস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি।
গতকাল ও তার পূর্বে মানামার অদূরে কুয়েতি মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশগ্রহণ করেন সকল রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের নেতাসহ ব্যবসায়ীরা।
নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওয়েলফেয়ার কমিউনিটির নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন