ইতালিতে আগামীদিনে ঐক্যবদ্ধ জালালাবাদ কল্যাণ সমিতি গঠনে সিলেটবাসীদের উন্মুক্ত আলোচনা সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জালালাবাদ কল্যাণ সংঘ (বৃহত্তর সিলেট) ইতালির সভাপতি জামিল আহমদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক আবদুল মুমিনের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
রোমের তরপিনাত্তারায় রসই রেষ্টুরেন্টে এ সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন, মিনার আহম্মেদ, এমডি রানা খান, এ টি এম শাহজাহান, সদিউল সালিক, সাকের আহমদসহ আরো অনেকই।
এসময় তারা সাংগঠনিক প্রক্রিয়ায় সংগঠনকে আরও শক্তিশালী এবং গ্রহণযোগ্য একটি কমিটির করার দিক নির্দেশনা দেন।
এছাড়াও জালালাবাদ কল্যাণ সংঘ (বৃহত্তর সিলেট) এর সহ সভাপতি মজির উদ্দিন লেছু, সাংস্কৃতিক সম্পাদক জামিল উদদীন, সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, আন্তর্জাতিক সম্পাদক শফিকুল আলম সাধারণ সভায় সকলের সম্মতিতে আগামী ৬/৭ দিনের মধ্যে জালালাবাদ কল্যাণ সংঘ (বৃহত্তর সিলেট) ইতালির নতুন কমিটি গঠন কল্পে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন