ইতালির রোমে আগামী ২৫-২৮ অক্টোবর কমিউনিটি সম্মেলন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপলক্ষে অঞ্চলভিত্তিক কমিনিউটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের কমিউনিটি নেতাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতাল বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন।
সম্মেলনে ভেনিসের ব্যবসায়ী শিক্ষা অনুরাগী এবং বাংলাদেশের আশিয়ান সিটি প্লট মালিক সমবায় সমিতি লিমিটেড'র সভাপতি মাকসুদ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ভেরনা বাংলাদেশ সমিতির সভাপতি মোঃ আহাদ উজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক সিকদার, উপদেষ্টা মান্নান কাজী, ভিসেন্সার সাংবাদিক এমদাদোল হক, পাদোভা সংগঠনের সভাপতি শাহ মো. সেলিম, পাদোভা মসজিদ কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির, গ্রাফিক ডিজাইনার ব্যবসায়ী আমিনুল হাজারী, মেস্রে প্রজন্ম সংগঠনের সভাপতি এমডি মহিউদ্দিন, কবি মনিরুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সফল করার জন্য বিশেষ ভূমিকা রাখেন ভেনিসের সাংবাদিক পলাশ রহমান। সভাপতি মাকসুদ রহমান সমাপনী বক্তব্যে আগামী ২৫-২৮ অক্টোবর কমিউনিটি সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, অক্টোবরে সমগ্র ইতালির কমিউনিটি ব্যক্তিত্বদের নিয়ে এ প্রতিনিধি সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান রোমে অনুষ্ঠিত হবে। মিডিয়া পার্টনার রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ