বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে রিয়াদস্থ ফেনী জেলা বিএনপি ও যুবদল।
গতকাল বৃহস্পতিবার রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ ফেনী জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা আনোয়ার হোসেন রতন। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর আব্দুল খালেক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক গাজী হাবীবুল্লাহ মানিক।
রিয়াদস্থ ফেনী জেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হালিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নব গঠিত ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামছুদ্দিন খোকন চেয়ারম্যান, সৌদি আরব পুর্বাঞ্চাল বিএনপির সহ সভাপতি আব্দুস সালাম কিরণ, আল খারিজ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জিয়া উদ্দিন বাবলু, দাম্মাম মহানগর বিএনপির সভাপতি ইউসুফ আলী, রিয়াদস্থ ফেনী বিএনপির উপদেষ্ঠা ইয়াসিন আলম ভূইয়া, সাবেক আহবায়ক জাকির হোসেন ভূইয়া।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহবায়ক আলহাজ আবু সাইদ, সৌদি আরব পু্র্বাঞ্চল বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান কমল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন খান, রিয়াদ বিএনপির সিনিয়র সহ সভাপতি শাখাওয়াত হোসেন সোহেল, বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান মিনু, জামাল উদ্দিন, নাইমুল ইসলাম মিরু, ইলিয়াসুর রহমান পাটোয়ারী, মো: নাসির উদ্দিন, রিয়াদস্থ ফেনী যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ইযাসিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রবাস সম্পাদক শাহাদাত হোসেন খোকন।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ