বাঙালিরা এক জায়গায় জড়ো হলে দুর্গাপূজাতো হতেই হবে। সে স্বদেশই হোক, আর বিদেশ। তাই বাংলার পাশাপাশি পূজার আনন্দে মাতোয়ারা হয়ে উঠল সুদূর মালয়েশিয়ার মাটিও।
ষষ্ঠী পূজায় আনন্দ মেলার মধ্য দিয়েই প্রবাসী এপার বাংলা ও ওপার বাংলার হিন্দুধর্মাবলম্বীদের আয়োজনে মালয়েশিয়ার সবচেয়ে বড় পুজা মন্ডপ ব্রিকফিল্ড স্বামী বিবেকানন্দ আশ্রমে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের বড় এ উৎসব।
পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শংকর চন্দ্র পোদ্দার জানান দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরুপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা। যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। প্রতিবারের মত এবারো মালয়েশিয়ায় সকল বয়সের মানুষের উৎসাহ উদ্দীপনায় পালিত হবে হিন্দুধর্মাবলম্বীদের বড় এ উৎসব। নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।
দেশের বাইরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় একেবারেই ভিন্ন আঙ্গিকে। তবে মালয়েশিয়ার পূজামন্ডপ সজ্জিত হয়েছে একেবারে দেশীয় সাজে, প্রতিটি মন্ডপেই সাজ সাজ রব। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শারদীয় উৎসবে করা হবে দেবী দুর্গার আরাধনা। একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে পূজা মন্ডপ হয়ে উঠবে এক মিলন মেলার কেন্দ্রস্থল। উৎসবের সাংস্কৃতিক আয়োজনে থাকছে প্রবাসী স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণ।
বিডি প্রতিদিন/হিমেল