সিঙ্গাপুরে বিডি চ্যেমের নবগঠিত কমিটির ২০১৯ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের নতুন কমিটির সদ্যসদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনটির কর্যালয়ে।
অনুষ্ঠানে সকল সদস্যদের অংশগ্রহণের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভা। শুরুতে সকল সদস্যদের পক্ষ থেকে নতুন সভাপতি প্রফেসর ড. এম এ রাহীম এবং সাধারণ সম্পাদকসহ সবাইকে শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিডি চ্যেমের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তব্যে সবাই বিডি চ্যেমকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এবং এই সংগঠনের মধ্যমে দেশে বিনিয়োগ এ কাজ করা এবং বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে নতুন কমিটির প্রতি আহ্বান জাননা।
বিডি চ্যেমের পূর্ণঙ্গ কমিটিতে যারা দায়িত্ব পালন করবেন তাদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি প্রফেসর ড. এম এ রাহীম, সহ-সভাপতি নাসিরুল ইসলাম (মনি), সহ-সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন শাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক আমানুল ইসলাম, আবু সায়েম আজাদ (সাংগঠনিক সম্পাদক), হাবিবুল্লাহ পাটোয়ারী (কোষাধ্যক্ষ), আসাদ মামুন (সহ-কোষাধ্যক্ষ) এবং পরিষদের সদস্য হিসেবে রয়েছে, আজাহারুল ইসলাম, সিরাজুল ইসলাম, শামসুর রহমান পিলিফস, খোরশেদ আলম চৌধুরী, আবু আলম, আশরাফপুর রহমান খান, শাহীদুজ্জামান, শরিফুল ইসলাম, জাকারিয়া হাবিব, সামি উল্লাহ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ড. এম এ রাহীম আগামী দুই বছরের জন্য বিডি চ্যেমকে নিয়ে তার পরিকল্পনা পেশ করেন তার মধ্যে অন্যতম হচ্ছে মাতৃভূমি বাংলাদেশকে উন্নত করার লক্ষে সিঙ্গাপুরসহ অন্যান্য সকল দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করা, অন্য সকল দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের পরামর্শ নিয়ে উন্নয়ন করা, সিঙ্গাপুরে যে সব বাংলাদেশি পণ্যের বাজার রয়েছে সে সকল পণ্যের বাজার সৃষ্টিতে প্রমোট করা, দেশের যে সব প্রতিষ্ঠান পণ্য তৈরি করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে বাজার সৃষ্টি করা, বিডি চ্যেমের প্রতিটি সদস্যের ব্যাবসার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিজিট ভিসা সহজ করা, সিঙ্গাপুরে শ্রমবাজার সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ের উপর জোর দিয়ে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত