নবগঠিত ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রোমে অনুষ্ঠিতব্য পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং প্রবাসী সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। সোমবার রাতে দলের নেতাকর্মীদের নিয়ে রোমের দুটি পূজা মন্দির পরিদর্শন করেন।
ইতালী আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর ফরাজী বলেন পূজামণ্ডপ দেখে মনে হয় প্রবাসের মাটিতে এ যেন এক টুকরো বাংলাদেশ। হাজার বছরের আমাদের বাংলা সাংস্কৃতি সকল ধর্মাবলম্বীদের মিলেমিশে থাকার ইতিহাস। আমরা চাই সকল ভেদাভেদ ভুলে প্রবাসের মাটিতে আমাদের দেশীয় সকল ঐতিহ্য তুলে ধরতে।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন আলী আহম্মদ ঢালী, লুৎফর সর্দার, কামরুল আহসান মন্টু, জামান মোক্তার, মান্নান মাদবর, কবির হোসেন, শেখ ইসহাক ও স্বপন হাওলাদার সহ নবগঠিত ইতালি আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন ও সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক