রাজধানী ঢাকায় সংগঠনের সাইনবোর্ড ঝুলিয়ে সংগঠন বহির্ভূত কাজ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। সম্প্রতি ঢাকার একটি দৈনিকে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর বাংলাদেশ আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। একইসঙ্গে প্রবাসের সংগঠনের সাইনবোর্ড কেন ঢাকায়-এমন প্রশ্ন সকলেরই। তারই পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ।
ব্রাসেলসে বুধবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সিনিয়র সহ-সভাপতি বিধান দেব, সহ-সভাপতি মোশাররফ হোসেন বাবু, উপদেষ্টা ড. ফারুক মির্জা, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, সদস্য রানা মর্তুজা, এনট্রপ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম খান, সাধারণ সম্পাদক আরিফউদ্দিন, যুগ্ম সম্পাদক মুস্তাফিজ প্রমুখ।
এদিকে, নিউইয়র্ক মহানগর এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুয়েকজন নেতার বিপক্ষে বছরের অধিকাংশ সময়ই ঢাকায় অবস্থান করে বদলি ও তদ্বির বাণিজ্য চালানোর অভিযোগ রয়েছে। এমন নানাবিধ অভিযোগের কারণে গতমাসে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সমাবেশের মঞ্চে উঠতে সক্ষম হননি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ তার অনুসারিরা। দলীয় সভাপতি শেখ হাসিনা নাখোশ তার প্রতি। তারপরও ৯ অক্টোবর রাতের ফ্লাইটে সিদ্দিকুর পুনরায় সস্ত্রীক ঢাকায় যান। সংগঠনের দায়িত্ব থেকে (৩ বছরের কমিটির মেয়াদ ৮ বছর অতিবাহিত হয়েছে) এখনও অব্যাহতি না দেয়ায় ঢাকায় মন্ত্রীপাড়া থেকে মতিঝিল পর্যন্ত তদ্বির-বাণিজ্য অব্যাহত রাখার অভিপ্রায়ে তিনি আবারও বাংলাদেশে গেলেন বলে নেতা-কর্মীরা অভিযোগ করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম