১৩ অক্টোবর, ২০১৯ ১১:৩২

মুজিব বর্ষ উদযাপনে ব্রুকলীনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

মুজিব বর্ষ উদযাপনে ব্রুকলীনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী বিপুল উদ্যমে পালনের অভিপ্রায়ে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার রাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এ সমাবেশে দলমত-নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটে। 

সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল পাশা মানিক। সমাবেশের সার্বিক পরিচালনা ও সমন্বয় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাদের মিয়া। অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন মোহাম্মদ হানিফ, রাজশাহী জেলা সমিতির উপদেষ্টা আজিবর রহমান পাতা, কমিউনিটি লিডার হাজী গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্পাদকমন্ডলীর সদস্য হাজী জাফরউল্লাহ, শুভরায়, আস্রাব আলী খান লিটন, এটিএম মাসুদ, সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি আশরাব হোসেন, কমিউনিটি লিডার শহিদউল্লাহ, ইদ্রিস মাওলা, এ বি সিদ্দিক, ম্যানহাটান বরো আওয়ামী লীগের সেক্রেটারি আবুল কাশেম, বঙ্গবন্ধু প্রজন্মলীগের মোহাম্মদ মাসুম, আকতার হোসেন, ব্যাংকার কামাল, আব্দুল বাতেন, মোহাম্মদ হাসান, সাইদুল কাদের. মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ। 

ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকাকে ‘বঙ্গবন্ধু স্কোয়ার’-এ পরিণত করার বহু পুরনো একটি চেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসার বলেন, সম্প্রতি ইন্তেকালকারী মুক্তিযোদ্ধা নবী কমান্ডারসহ অনেকের উদ্যোগে ১৯৯৫ সালে জাতীয় শোক দিবসের সমাবেশ হয় চার্চ-ম্যাকডোনাল্ডে। সম্মিলিত একটি প্রয়াস গ্রহণের সংকল্প ব্যক্ত করেছিলেন সকলেই। কিন্তু পরবর্তীতে কেউই সংকীর্ণতার উর্দ্বে উঠতে না পারায় সেটি বাস্তবায়িত হয়নি এখন পর্যন্ত। এ এলাকায় প্রবাসীর সংখ্যা অনেক বেড়েছে। তাই সেই চেষ্টা পুনরায় শুরু করা উচিত মুজিব বর্ষকে সামনে রেখে।’

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাদের মিয়া এ সময় বলেন, মুজিব বর্ষে সারা আমেরিকায় বেশক'টি অনুষ্ঠান করবে ফাউন্ডেশন। তারই একটি হবে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায়। এর নেতৃত্ব নিতে হবে এখানকার মুজিব সৈনিকদের। এজন্যে এখন থেকেই আমরা কাজ শুরু করতে চাই। প্রবাস প্রজন্মকে সাথে নিয়ে সবকিছু করতে চাই।  সেই কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। 

সাম্প্রতিক সময়ে নানাবিধ কারণে এ অঞ্চলের মৃত্যুবরণকারি প্রবাসী ও তাদের স্বজনদের আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছিল। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর