লেবাননে প্রাইভেটকারের ধাক্কায় ইমান মোল্লা (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটির মনসুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমান মোল্লা বাংলাদেশের চাঁদপুরের ১৫ নং ওয়ার্ড নতুন বাজারের হাজী আব্দুল হক মোল্লার ছেলে।
জানা গেছে, ইমান মোল্লা মনসুরিয়া এলাকায় একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। প্রতিদিনের মত কাজ শেষে রাস্তার অপর পাশ থেকে ফেরার সময় পেছন থেকে একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় ইমান মোল্লাকে অ্যাম্বুলেন্স করে স্থানীয় বেলডিও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমান মোল্লার মরদেহ ওই হাসপাতালের হিমঘরে আছে। লেবানন পুলিশ চালকসহ গাড়িটি আটক করেছে।
বিডি প্রতিদিন/হিমেল