অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সার্বজনীন দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৫টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে (৭২-১১ রুজভেল্ট এভিনিউ, জ্যাকসন হাইটস) এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হবে। ‘প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজ’র ব্যানারে এ অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন আয়োজকদের পক্ষে ডা. ওয়াজেদ এ খান।
উল্লেখ্য, সাদেক হোসেন খোকা গত ৪ নভেম্বর সোমবার ভোররাতে ম্যানহাটানের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং সেন্টারে ইন্তেকাল করেছেন। তিনি দূরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছিলেন। ক্যান্সারের চিকিৎসা নিতে ২০১৪ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে আসেন। প্রথম থেকেই তিনি এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছিলেন। দীর্ঘ এই ৪ বছরে কমিউনিটির সর্বস্তরের মানুষের সাথেও আন্তরিক একটি সম্পর্ক তৈরি হয়েছিল তার।
বিডি-প্রতিদিন/মাহবুব