‘শ্রীকৃষ্ণ ভক্তসংঘ ইউএসএ’ ধর্মীয় আবহে সংঘের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইংরেজী বর্ষবরণ উৎসব করলো ৪ জানুয়ারি নিউইয়র্ক সিটির হলিসে (জ্যামাইকা) নিজস্ব মন্দিরে।
উল্লেখ্য, প্রবাসে সনাতন আর্য বৈদিক কৃষ্টি ধর্ম ও সংস্কৃতির যথাযথ পরিপালন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেই ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ২০০০ সালের ১ জানুয়ারি কুইন্সের এস্টোরিয়ার শ্রীকৃষ্ণ ভক্তসংঘ, ইউএসএর যাত্রা শুরু হয় গীতা পাঠ ও কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে। সেই যাত্রা অব্যাহত রয়েছে এবং তা চলবে অনন্ত-এ সংকল্প ব্যক্ত করা হলো প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশ থেকে।
বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানাদিতে ছিল স্রষ্টার পূজা ও ভোজ নিবেদন, মঙ্গলারতি, উদ্বোধনী প্রার্থনা সঙ্গীত, গীতাপাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, প্রবাসের বিভিন্ন ধর্মীয় সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছা বক্তব্য, ভজন-কীর্তন ও প্রসাদ বিতরণ।
পূজা পর্বে পৌরহিত্য করেন শ্রীমৎ জগদীশ ব্রহ্মচারী এবং পূজা কার্যে সহযোগিতা করেন জয়শ্রী রায়, শিপ্রা রায়, হেনা আচার্য্য, মমতাদেবী ভৌমিক, অঞ্জলী সরকার প্রমুখ।
কার্যকরী কমিটির সভাপতি সুভাস কুমার সাহা’র শুভেচ্ছা বক্তব্যের মাধমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সবিতা দাসের কণ্ঠে “মঙ্গলপ্রদ্বীপ জ্বেলে”, “আগুনের পরশমনি ছোয়াঁও প্রাণে” সঙ্গীতের মাধ্যমে বিশটি মঙ্গলপ্রদ্বীপ প্রজ্জলন করা হয়।
সুশীল কুমার সাহা’র নেতৃত্বে এ পর্বে অংশগ্রহণকারি শিশু-কিশোরের মধ্যে ছিল অনামিকা চন্দ, প্রান্তি কুন্ডু, কৃষ্ণ মজুমদার, ইপ্তিশা মজুমদার, বৃন্ত কুন্ডু, অর্পূব চন্দ, সুস্মিতা দেবনাথ, সুভ্রজিত দেবনাথ, সুব্রত শীল, অনিন্দিতা ভট্টাচার্য্য, অয়ন কুন্ডু, অনিশ দাস, অনিমেষ চন্দ, প্রিনা নন্দী, শুভ্র মল্লিক এবং আরো ছিলেন সুশীল কুমার সাহা, জগদীশ ব্রহ্মচারী, সুভাস কুমার সাহা, সুরেশ চন্দ্র রায় ও দিলীপ নাথ।
উদ্বোধনী সঙ্গীত পর্বে মন্দির ভর্তি ভক্তসহ আরও ছিলেন সবিতা দাস এর সঙ্গে যারা স্বপ্না মল্লিক, বিথীকা কুন্ডু, শিপ্রা রায়, অনিন্দিতা ভট্টাচার্য্য, হেনা আচার্য্য, অঞ্জলী সরকার, মমতা দেবী ভৌমিক, অজিত চন্দ প্রমূখ। এরপর শুরু হয় সাপ্তাহিক নিয়মিত গীতা সন্ধ্যা। রূপকুমার ভৌমিক গীতা’র পঞ্চদশ অধ্যায়, “পুরুষোত্তম বিভাগ যোগ থেকে আস্বাদন করেন।
শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, ইউএসএ’র সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারে অগ্রনী ভূমিকা’র ভূয়সী প্রশংসা এবং উত্তরোত্তর সমৃদ্ধি প্রার্থনা করে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গীতা পাঠক বুলবুল ভৌমিক, শ্রীশ্রী গৌর নিতাই সংঘের পক্ষে আশীষ ভৌমিক, পূজা সমিতির বিষ্ণু গোপ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এর সুবল দেবনাথ, মহামায়া মন্দির এর পক্ষে দিপক দাস, প্রিয়তোষ দে, সমর রায়, হিন্দু কোয়ালিশন এর গোবিন্দ বেনিয়া, কমিউনিটির বিশিষ্ট সমাজকর্মী রমেশ নাথ, হিন্দু মিলন মেলায় পক্ষে রামদাস ঘরামী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কমল বাটরা, বিশিষ্ট কলামিষ্ট লেখক ও মানবাধিকার কর্মী শিতাংশু গুহ এবং সাংবাদিক রতন তালুকদার।
সংঘের পক্ষ থেকে আগত অতিথি বক্তাদের উত্তরায় পরিয়ে সংবর্ধিত করা হয়। ভজন-কীর্তন পরিবেশন করে ভক্তদের মুগ্ধ করেন বিশিষ্ট কীর্তনীয়া মানিক রায়, স্বপন বণিক, অজিত চন্দ, মৃদঙ্গে সঙ্গত করেন পরেশ নাথ, সুকুমার পাল, রাজ উৎস দেবনাথ, বাঁশীতে নারায়ন দেবনাথ ও বেহালায় সুপ্রকাশ মজুমদার। প্রসাদ ব্যবস্থাপনায় ছিলেন অর্ধেন্দু কিশোর বিশ্বাস, তপতী পোদ্দার, সুভাস কুমার সাহা, সঞ্জয় সাহা, অমল কুন্ডু, ইন্দ্রজিত মজুমদার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কার্যকরী কমিটির সেক্রেটারি প্রদীপ কুন্ডু। সংঘের পক্ষে পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাঃ প্রভাত চন্দ্র দাস সকল ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ