বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন পালন ও মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন হয়েছে বাংলাদেশ দূতাবাস রিয়াদে। শুক্রবার দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশন উপপ্রধান ডক্টর মো. নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে দিবসটিতে উপলক্ষে দেয়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
দূতাবাসের মিনিস্টার ও মুজিববর্ষ উদযাপন কমিটির আহবায়ক এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার মো. আবুল হাসান, প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী, কাউন্সিলর (স্থানীয়) মোহাম্মদ আসাদুজ্জামান, প্রথম সচিব (শ্রম) শফিকুল ইসলামসহ কমিউনিটি নেতৃবৃন্দ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য এবং সৌদি আরবে ব্যাপকভাবে মুজিববর্ষ পালনের বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার