বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে পাঠচক্র বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুরের ডেসকার রোডের একটি হলরুমে রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোমান মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, সিঙ্গাপুর শাখার নবনির্বাচিত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী রহমত।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার হাবীব, সহ-সভাপতি সোহানুজ্জামান মাসুম, আবু শাহীন সরদার, সহ-সভাপতি সজিব জয়, জুয়েল রানা, রোমান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আরিফ, প্রাঙন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সরকার আল-আমিন, রুবেল হাওলাদার, সিমুল ঘোষ, মুসা, সহ-মহানগরের সভাপতি রায়হান রনি, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
এসময় সিঙ্গাপুর ছাত্রলীগের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিঙ্গাপুর ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে কেক কেটে স্লোগানের মাধ্যমে উদযাপন করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ