২৭ জানুয়ারি, ২০২০ ০০:৩৩

স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করল সিঙ্গাপুর যুবলীগ

শাহাদাত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর

স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করল সিঙ্গাপুর যুবলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে সিঙ্গাপুর যুবলীগ। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে শহরের ডেস্কার রোডের একটি হলরুমে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে সিঙ্গাপুর যুবলীগ সভাপতি কে এইচ আল আমিন সভাপতির দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের যুগ্ম-সম্পাদক সোহেল রানা মিঠু।

অনুষ্ঠানে প্রধান ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম খান, সিঙ্গাপুর যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন, ফজলুর রহমান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, রাজু আহমেদ, মোক্তার হোসেন, মিল্টন আহম্মেদ, টেম্পানীস সিটি যুবলীগের সভাপতি সফিকুল ইসলাম, সহ-সভাপতি সবুজ মিয়া, উডল্যান্ড সিটির সভাপতি মালেক পাশা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সেরাঙ্গুন মহানগরের যুগ্ম সম্পাদক সোহেল রানাসহ সিঙ্গাপুর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব তুলে ধরেন। 

এসময় সিঙ্গাপুর যুবলীগের সভাপতি বলেন, বঙ্গবন্ধু দেশে ফিরে এসে অগোছালো স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার স্বপ্ন দেখে ছিলেন। কিন্তু ঘাতকেরা তার সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে দেশকে পেছনে ফেলে দিয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেই সোনার বাংলা গড়ার কাজ করছেন। সে কাজে সিঙ্গাপুর যুবলীগ ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়নে সব সময় পাশে আছে। বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে সিঙ্গাপুর যুবলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর