বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় নাইমুল (১৬) নামে এক কিশোর প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ব্রাসেলসের এক্সেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাইমুলকে প্রাইভেট মাইক্রোকার পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নাইমুল ।
এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই তদন্ত রিপোর্ট জানানো হবে। তার মরদেহ বর্তমানে ব্রাসেলসের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা যায়, নাইমুলের জন্ম বেলজিয়ামে। সে পরিবারের সাথে বসবাস করেন। তার বাবা বাবু চেয়ারম্যান, যার দেশের বাড়ি টাঙ্গাইল জেলায়।
নাইমুলের মৃত্যুতে বেলজিয়াম কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক