২৮ জানুয়ারি, ২০২০ ০৩:২১

ভিয়েনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ভিয়েনা প্রতিনিধি :

ভিয়েনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করলো বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা। এ উপলক্ষে শনিবার ভিয়েনার স্থানীয় এক হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আফরিদা আলম পূর্না এবং মুন হোসাইনের যৌথ উপস্থাপনায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলী,  সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, সহ-সভাপতি মানিক চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত সুলতানা মিষ্টি, ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব তারাজুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট আরনস্ট গ্রাফ, কনস্যুলেট ভলফগাং ভেনিনগার, অস্ট্রিয়া ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইভা জামান, মিজানুর রহমান খান, পারভেজ মনোয়ার, মীর তরুন, কাঞ্চন মিয়াসহ প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানের শুরুতে ওয়াজুন আলী রবিনের কোরাআন তেলাওয়াত এবং সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর