কাতারে আওয়ামী লীগ শিল্প নগরী সানাইয়া শাখার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর সানাইয়া এশিয়ান টাউন ইভেনিং স্পাইসি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান।
সাধারণ সম্পাদক আমিন উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিপন, জামাল হোসেন, আহমেদ মালেক, রিপন মিয়া, মাহফুজুর রহমান ও দেলোয়ার হোসেন প্রধানসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করে সোনার বাংলা গড়তে মুজিব সৈনিকদের একসাথে কাজ করতে হবে।’ এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কাতারে ব্যাপক কর্মসূচির কথা তুলে ধরেন বক্তারা।
বিডি-প্রতিদিন/শফিক