২৮ জানুয়ারি, ২০২০ ১১:৫৭

সন্দ্বীপ সোসাইটির সমঝোতার কী হলো

নিজস্ব প্রতিনিধি

সন্দ্বীপ সোসাইটির সমঝোতার কী হলো

নির্বাচনী ফলাফল ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগের মামলা আদালতের বাইরে নিস্পত্তির অঙ্গীকার করা হলেও প্রকৃত অর্থে সন্দ্বীপ সোসাইটির নীতি-নির্ধারকরা গত এক মাসে কোন পদক্ষেপই নেননি। মামলার পরবর্তী শুনানির তারিখ হচ্ছে ৪ মার্চ।

অভিযোগ অনুযায়ী, মেশিনে গ্রহণকৃত ভোট প্রচলিত রীতি অনুযায়ী গণনা না করে নির্বাচন কমিশনের কোন কোন সদস্য মনগড়া ফলাফল ঘোষণা করেছেন। এ রায় গেছে প্রধান নির্বাচন কমিশনারের পছন্দের একটি প্যানেলের পক্ষে। সেই প্যানেলের লোকজনকে তড়িঘড়ি করে শপথ করিয়ে সেই কমিশনার অবকাশ যাপনের জন্যে বাংলাদেশেও চলে গেছেন।

এ ঘটনায় মামলা হলে সন্দ্বীপ সোসাইটির কাণ্ডারিগণের কেউ কেউ আপসের প্রস্তাব দেন। কারণ, তারা কেউই সন্দ্বীপ সোসাইটিতে বিভক্তি চান না। সে অনুযায়ী, কথিত ফলাফলে বিজয়ী সভাপতি আব্দুল হান্নান পান্না ক্ষুব্ধ লোকজনের সাথে কথা বলেছেন। তারপর উপদেষ্টা পরিষদ এবং বোর্ড অব ট্রাস্টি নিয়ে সকলে একটি বৈঠকে বসার কথা। কিন্তু সেটি এখনও ঘটেনি। এমনকি সমঝোতার যে ইঙ্গিত দেয়া হয়েছিল সেটিও সন্দেহের বেড়াজালে আটকে গেছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর