নিউইয়র্কে লিটল ম্যাগাজিন 'পঞ্চায়েত-এর পঞ্চম সংখ্যার পাঠোন্মোচন, আলোচনা এবং কবিতা পাঠ সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি মিলনায়তনে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় 'পঞ্চায়েত' এর এই অনুষ্ঠান।
মোড়ক উন্মোচন করেন বাঙালি কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী। তার সাথে মঞ্চে ছিলেন 'পঞ্চায়েত পরিবার' ছাড়াও সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, প্রফেসর আমিনুল হক চুন্নু, নাট্যজন এজাজ আলম, পর্যটক সাইদুর রহমান লিংকনসহ অতিথিবৃন্দ।
কবি হাবিব ফয়েজির সঞ্চলনায় আলোচনাপর্বে অংশগ্রণ করেন কবি ফারুক ফয়সল, লেখক এবি এম সালেহ উদ্দিন ও কবি ফকির ইলিয়াস।
'লিটলম্যাগের ইতিহাস এবং সাহিত্যে এর প্রভাব' বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন ফারুক ফয়সল। 'পঞ্চায়েত' পঞ্চম সংখ্যার পাঠোদ্ধার করে সুন্দর এবং সাবলীল উপস্থাপন করেন এবি এম সালেহ উদ্দিন। "উত্তর আমেরিকায় বাংলা সাহিত্যচর্চা" বিষয়ে কথা বলেন কবি ফকির ইলিয়াস।
মাসুম আহমদের পরিচালনায় কবিতা পাঠ করেন সোনিয়া কাদির, ফারুক ফয়সল, মোখলেসুর রহমান, মনজুর কাদের, জুলি রহমান,আহমেদ ছহুল, মিশুক সেলিম, ফারহানা ইলিয়াস তুলি, রওশন হাসান, মেহের চোধুরী, কামরুন নাহার রীতা, জান্নাতুল আরা, তাহমিনা শহিদ, হাবিব ফয়েজি, মাকসুদা আহমদ, সালেহীন সাজু, নাসির উল্লাহ, আব্দুস শহিদ, স্বপ্ন কুমার, পল্লব সরকার, কবিতা হোসেইন, বেনজির শিকদার, তাহরিনা পারভিন প্রীতি, পলি শাহিনা, শাম্মি আক্তার হ্যাপি, সারওয়ার চৌধুরী, বদরুজ্জামান রুহেল প্রমুখ।
লেখক এবং সাংবাদিক শামিম আহমেদ একটা স্লাইড শো করেন। তারপর গান পরিবেশন করেন শারমিন তানিয়া, তাহমিনা শহিদ এবং কামরুজ্জামান ফয়েজ। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন আহমদ মাযহার, এন মজুমদার, আহবাব চৌধুরী খোকন, জলি, ডলি, লুসি, জীবন প্রমুখ।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি পঞ্চায়েত এর পক্ষ থেকে- হাবিব ফয়েজি এবং মাসুম আহমদ ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা