ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় বাহরাইনে সনাতন ধর্মাম্বলীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়। একই দিন কেক কেটে হিন্দু মহাজোটের নাঈম শাখার ৩য় বর্ষপূর্তি উদযাপন ও এক মহাসম্মেলনের আয়োজন করা হয়। হিন্দু মহাজোটের নাঈম শাখার উদ্যোগে উক্ত অনুষ্ঠান বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস সংলগ্ন আল জিজনিয়ায় অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি শ্রী মানিক দেবের সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন শ্রী রাজিব চক্রবর্তী, শ্রী বিঞ্চু পদদেব, অসীম পাল ও দ্বিতীয় পর্বের শ্রী সুবির দত্ত, শ্রী সুকেস দে, শ্রী সুরঞ্জিত বিশ্বাস।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও বাহরাইনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যিশু হিন্দু রত্ন, প্রধান বক্তা ছিলেন বাহরাইনে হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অবিনাশ পাল।
এতে আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শ্রী কুমার দাস, মহাসচিব লিটন শর্ম্মা, প্রধান উপদেষ্টা সমির মহাজোন, উপদেষ্টা শ্রী মহেশ সূত্রধর, সিনিয়র সহ-সভাপতি রতন মণ্ডল, নাঈম শাখার প্রধান উপদেষ্টা শ্রী রবি সরকার, যুগ্ন মহাসচিব শ্রী রুপম পাল, হামাদ টাউন শাখার সভাপতি সুবল কৃষ্ণ সূত্রধর, হিদ শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিজয় দাস, নাঈম শাখার কোষাধ্যক্ষ, অজয় দাস প্রমুখ। এতে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক