বাহরাইনে কেক কেটে নানা আনুষ্ঠানিকতায় দেশটির রাজা শেখ হামাদ বিন ঈসা আল খলিফার জন্মদিন পালন করেছেন বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি।
মঙ্গলবার( ২৮ জানুয়ারী) রাতে স্থানীয় মানামায় লিন্নাস মেডিকেল ভবনে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক প্রতিষ্ঠানের আহবায়ক ও প্রবাসীর পরামর্শক তাজ উদ্দিন সিকান্দারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সামছুল হক বাচ্ছু।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান আল মিনার গ্লাস কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক ও ওয়েলফেয়ার কমিউনিটির দাতা সদস্য খায়রুল বাশার।
বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আমেরিকার নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত মিয়া আমীর পারভেজ, আব্দুল খালিক মানিক মিয়া, আতিকুর রহমান, আব্দুল হক। এছাড়া ওয়েলফেয়ার কমিউনিটির সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এ সময় বাংলাদেশে গমনের প্রাক্কালে সংগঠনের দুই উপদেষ্টা আব্দুল খালিক মানিক মিয়া ও আতিকুর রহমানকে সম্মাননা তুলে দিয়ে বিদাই শুভেচ্ছা জানান বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি।
বিডি প্রতিদিন/হিমেল