বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কারা মুক্তির দাবিতে আলোচনা সভা করেছে বাহরাইন কুমিল্লা জেলা জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার স্থানীয় মানামায় একটি হোটেলে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম সোহাগ ও জিদ আলী শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আলম কিরন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন, সম্মানিত অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মানিক, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাশার, কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল সরদার, সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেন, মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ফেনী জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কুমিল্লা জেলা যুবদলের প্রচার সম্পাদক আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ সাইফুল ইসলাম, ফেনী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিদুল ইসলাম পরিদ, শাহ আলম সওদাগর ও সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে কারাবন্দী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা