শিরোনাম
২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:৫৪

কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন

সৌদি আরব প্রতিনিধি

কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে আলোচনা সভা করেছে কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এনাম কমিউনিটি সেন্টারে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আবুল বশিরের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এইচ এম আলমগীর ও যুগ্ম আহবায়ক শেখ জামালের যৌথ সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের ইকনোমিক মিনিস্টার মোহাম্মদ আবুল হাসান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিস্ট শিল্পপতি নুরুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব, ফ্রেন্ডস অব বাংলাদেশ (আওয়ামী লীগ) রিয়াদের সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি আব্দুল জলিল রাজা, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, রিয়াদ বাংলা স্কুলের সিনিয়র শিক্ষক খাদেমুল ইসলাম, ফ্রেন্ডস অব বাংলাদেশ (আওয়ামী লীগ) রিয়াদের  সহ-সভাপতি আব্দুর রহমান চৌধুরী, শহিদুল্লাহ ভুইয়া, ইছা উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাদবর, সাংগঠনিক সম্পাদক শহিদ মুন্সি, রিয়াদ মহানগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি বাবু নন্দলাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল কান্তি দাস, বৃহত্তর ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি এস্কান্দার আলী খান, আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, পুর্বাঞ্চল কৃষক লীগের আহবায়ক গিয়াস উদ্দিন মজুমদার, রিয়াদ জাতীয় শ্রমিক লীগের সাধারণ বাবুল দাস, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহমেদ, মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ সভাপতি তানভীর সিকান্দর, রিয়াদ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শেখ, আওয়ামী পরিষদের সাংগঠনিক সম্পাদক আলিনুর ইসলাম রনি, প্রবাসী নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম, প্রবাসী শিবচর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান মাদবর, কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ভুইয়া, আব্দুল ওয়াদুদ, ফারুক খান, শাহাদাত হোসেন মজুমদার, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, হাজী ইমরান, রিপন সরকার, জসিম উদ্দিন মিলন, সিদ্দিকুর রহমান, সুমন, জাকির হোসেন, আরিয়ান সামী, হাছিবুর রহমান, হাজী আলাউদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, আতিকুল ইসলাম, নাজমুল হাসান, খলিলুর রহমান, রাসেল, শাহা মহিউদ্দিন, লোকমান, লোকমান, ইউসুফ, দুলাল, মোস্তফা, স্বপ্নন ভুইয়া, আলম, রুবেল, আনিস মিয়াজী, মো: সোহেল সহ রিয়াদের বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, রিয়াদে আওয়ামী পরিবারের সকল সংগঠন একসঙ্গে মুজিববর্ষ পালনে চেষ্টা করে যাচ্ছে। 

 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর