স্পেনের বার্সেলোনায় বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। গত শনিবার স্থানীয় ‘স্কুলা পিয়া’র মিলনায়তনে অনুষ্ঠিত এ পিঠা উৎসবে বাংলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কন্সুলার জেনারেল রামন পেদ্র বারনাউস। বাংলা স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের তত্ত্বাবধানে এবং শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত পিঠা উৎসবের শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এরপর দেশীয় ঐতিহ্যের নানা পদের পিঠা শিক্ষার্থী ও আগত অতিথিদের মাঝে পরিবেশন করা হয়। পিঠার মধ্যে উল্লেখযোগ্য ছিলো পুলি, ঝাল কদম, নকশী, পান্তোয়া, চিতই, পাটি সাপ্টা, কা ন, ফুলঝুড়ি, নারকেল পুলি, ঝাল পুলি, দুধ চিতই, ভাপা পিঠা।
পিঠা উৎসবে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি আউয়াল ইসলাম, সদ্য সাবেক সভাপতি আলাউদ্দিন হক, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, জাহানারা জানু, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন চৌধুরী, মোহামেদ কামরুল, শফিকুর রহমান, শিউলী আক্তার, শফিক খান, এ আর লিটু, আজমল আলী, তৌফিকুজ্জামান সহজ, শিপলু রাজ, মোক্তার হোসেন প্রমুখ।
পিঠা উৎসবে বিশেষ সহযোগিতা করেন বাংলা স্কুলের শিক্ষিক জিনাত শফিক, মাসুদা পারভিন, ফৌজিয়া নজরুল, সামসুজামাল পাহেল, শাহানা ইয়ামিন, লামিয়া নাজনিন, জেরিকো প্রমূখ। বাংলাদেশি নব প্রজন্ম যাতে বাঙালিয়ানা ঐতিহ্য সম্পর্কে ধারণা রাখে, সেজন্য প্রতিবছরই বাংলা স্কুল এমন আয়োজন করে থাকে বলে জানান বার্সেলোনা বাংলা স্কুল কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ