ভারতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রবিবার (১ মার্চ) বিকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘সাম্প্রদায়িকতা বিরোধী’ সমাবেশ হয়েছে। ‘ইউনাইটেড ফ্রন্ট অব প্রগ্রেসিভ বাংলাদেশি-আমেরিকান’ ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে প্রবাসের বিভিন্ন সংগঠনের অসাম্প্রদায়িক চেতনার মানুষ অংশ নেন।
ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইকে বেগবান করার আহ্বান জানিয়ে প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, ভারতের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার। সেখানে সব জাতির প্রতি সমান দৃষ্টি রাখার কথা বলা হয়েছে, তাই ভারতের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উচিত দেশটিতে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হওয়া।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাকির আহম্মেদ রনি, মূলধারার নেতা মোরশেদ আলম প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ, আবুল বাশার চুন্নু এবং সুব্রত বিশ্বাস, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহিম রেজা নূর, নূরে আলম জিকো, স্বীকৃতি বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি (রবিবার) থেকে সংঘর্ষ শুরু হলে অশান্ত হয়ে ওঠে দিল্লির মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ, কারাওয়ালসহ আশপাশের এলাকা। আর এতে মৃত্যু হয় প্রায় ৫০ জন নাগরিকের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম