ফ্রান্সে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থীদের সাথে প্রবাসী বাংলাদেশিদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ফ্রান্স আওয়ামী লীগের ধর্ম সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় ক্যাথসীমার একটি রেষ্টুরেন্টের এ সভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্সে অবস্থানরত গোলাপগঞ্জ উপজেলাবাসি আয়োজিত মতবিনিময় সভায় এসময় প্যারিসে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও আঞ্চলিক সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী কিরণ মন্ডল, নয়ন ফেরদৌস, কৌশিক রাব্বানী খান ও আব্দুল মুমিন জুনায়েদ, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েস, হাজি দুদু মিয়া, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, সিলেট শাহ জালাল ষ্পোটিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কোষাধক্ষ আবুল কালাম মামুন, বাংলা টিভি ফ্রান্সের প্রতিনিধি রাসেল আহমদ, বায়ান্ন বাংলা টিভি ফ্রান্সের প্রতিনিধি এম সি রুমেল, হারুনুর রশীদ, আজাদ মিয়া, মাহবুবুর রহমান কয়েস, ইসলাম উদ্দিন, পারভেজ আহমদ, আব্দুর রউফ, জাকির হোসেন, আসলাম উদ্দিন প্রমুখ।
পরে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভুত ১২ জন প্রার্থীর মধ্যে অনুষ্ঠানে উপস্থিত চার জন প্রার্থী যথাক্রমে- মেরি দ্যা ওভারভিলা থেকে পার্টি সুশালিষ্ট থেকে কাউন্সিলর পদে মনোনীত প্রার্থী কিরণ ময় মন্ডল, বর্তমান ক্ষমতাসীন দল লা রিপাবলিক ওমাখস দল থেকে প্যারিস দশ এ ফেরদৌস এ এ এমডি, ও অনলি সুবা থেকে আব্দুল মুনিম জুনেদ ও পিআরপি স্থা থেকে রাব্বানী খানকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ