পূর্ব লন্ডনের গ্যালিয়ন্স রিচ স্টেশনের কাছ থেকে ব্রিটিশ বাংলাদেশি কিশোরের লাশ উদ্বার করেছে পুলিশ। সে নিউহাম কাউন্সিলের একটি স্কুলের ছাত্র। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই কিশোরের লাশ পায় তারা। কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করেনি পুলিশ।
এদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে, নিহত কিশোর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক জাহেদ আহমদের বড় ভাই শরিফ আহমেদের ছেলে শানুর আহমেদ দাইয়ান। সেখানে উল্লেখ করা হয়েছে সে (কলেজ ছাত্র-১৬) এবং সোমবার লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন