বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার'-এ অন্তর্ভুক্তির মাধ্যমে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের' স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে স্মরণ করেছে ফ্রান্সের প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস ।
শনিবার (৭ মার্চ) এই উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, প্যারিসের উদ্যোগে বিশেষ কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দোয়া, মোনাজাত, আলোচনা এবং ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজনের শুরুতে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা পর্বে উপস্থিত সকলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের সার্বজনীন আবেদনের বিষয় তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার