ইউনেস্কো স্বীকৃত বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষণকে শ্রদ্ধা ভরে স্মরণ ও যথাযোগ্য মর্যাদায় দিবসটিকে বাহরাইনে উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি মঞ্জুর আহম্মদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক এম এ হাশেম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি রফিকুল ইসলাম হাজারী, প্রচার সম্পাদক সায়েম আহম্মদ লিটন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল দাস, পরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দঁড়ি, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক লহাজ্ব আমির হোসেন, আওয়ামী লীগের মহোররক শাখার উপদেষ্টা গিয়াস মিয়া, সভাপতি মুজাহিদুর রহমান দুলাল, সাত্তার আহম্মদ, মামুন আহম্মদসহ আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ভাষণের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পূর্বের ঘোষণা অনুযায়ী ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়।পরে এক নৈশভোজের মাধ্যমে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা।
বিডি প্রতিদিন/হিমেল