ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর জাদুকরি ভাষণ স্মরণে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে।
সমাবেশের প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া। প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আয়োজন সংগঠনের অন্যতম সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা মানিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি রেফায়েত চৌধুরী, ম্যানহাটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আলমগীর কবীর, আসরাব আলী খান লিটন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি এ কে এম ফজলুল হক, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. জিনাত নবী, প্রচার সম্পাদক শাহ ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা