বাহরাইনে দীর্ঘদিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পর বিদায় নিলেন মেজর জেনারেল( অবঃ) কে এম মমিনুর রহমান। দূতাবাসসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি ফুল দিয়ে আর মানপত্র পাঠসহ নানা আনুষ্ঠানিকতায় গত বৃহস্পতিবার তাকে বিদায় জানান বাহরাইনে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি।
একই সাথে চেয়ারম্যান হিসেবে ফুল দিয়ে প্রবাসীর পরামর্শক ও ওয়েলফেয়ার কমিউনিটির আহবায়ক তাজ উদ্দিন সিকান্দারকে বরন করে নেন প্রতিষ্ঠানটি। স্থানীয় মানামা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে খানিকটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও রাষ্ট্রদূতকে বিদায়ে মুহুর্তের মাঝে কিছুক্ষণের জন্য বেদনার অতল সমুদ্রে তলিয়ে যায় বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা। নাজমুল হাসান সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ)কে এম মমিনুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের অন্যতম সদস্য আল আমিন ভূঁইয়া,রাষ্ট্রদূতের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আমেরিকার নাগরীক বাংলাদেশি বংশোদ্ভূত মিয়া এস এম আমির পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যান ও প্রবাসীর পরামর্শক তাজ উদ্দিন সিকান্দার, বাহরাইনের নাগরীক বাংলাদেশি বংশোদ্ভূত শামস আল হক, আব্দুল আজিজ, আব্দুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মমিন, খায়রুল বাশার, সমির উদ্দিন, আলা উদ্দিন আহম্মদ, কামাল আহম্মদ, আব্দুর ছাত্তারসহ প্রতিষ্ঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এসময় রাষ্ট্রদূত ওয়েলফেয়ারের পুরো অফিস ও কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এটি যেন হয় মানুষের কল্যাণে। বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটিই যেন হয় বাহরাইনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মাধ্যম। এমন আশা ব্যক্ত করে নানা দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন তিনি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ