ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদে টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা মানববন্ধন করেছে। দলমত নির্বিশেষে বাংলাদেশিরা এই মানববন্ধনে অংশ নেন এবং ভারতে মুসলমান ধর্মাবলম্বীসহ অন্যান্য নাগরিকদের উপর সহিংসতা বন্ধের দাবি জানান।
ডেনফোর্থের নিশিথা ফ্রেশ ফডস সংলগ্নস্থানে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডা এই মানববন্ধনের আয়োজন করলেও সামগ্রিকভাবে বাংলাদেশিরা এই কর্মসূচীতে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা ভারতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা অবিলম্বে বন্ধ এবং বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবি জানান।
এ প্রসঙ্গে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল বলেন, বিশ্বের কোনও একটি প্রান্তে মানুষ সহিংসতার শিকার হলে কোনও বিবেকবান মানুষই চুপ থাকতে পারে না। বিবেকের তাড়নায় আমরা ভারতে সংঘটিত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করতে এই কর্মসূচীর আয়োজন করেছি।
টরন্টোর সাংস্কৃতিক সংগঠক এবং আবৃত্তিকার আহমেদ হোসেন এ প্রসঙ্গে বলেন, যে কোনও অন্যায় অবিচারের বিরুদ্ধেই টরন্টোর সাংস্কৃতিক কর্মীসহ সাধারন মানুষ প্রতিবাদ জানিয়েছে। এই কর্মসূচী তারই ধারাবাহিকতা মাত্র।
সূত্রঃ নতুনদেশডটকম।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ