রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার মোহাম্মদ আবুল হাসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুমিল্লা প্রবাসী সোসাইটি রিয়াদ। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
এইচ এম আলমগীর ও আরিফুর রহমান টিটুর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আলহাজ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, বদর আল সামা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরে আলম, রেজাউল করিম, মীর হোসেন প্রমুখ।
আয়োজন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ জামাল, জাহাঙ্গীর আলম, এনামুল হক ভুইয়া, বাবু নন্দলাল সরকার, রুস্তম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা বিশিষ্ট রাজনীতিবিদ এম আর বাহবুব, আব্দুর রহমান চৌধুরী, আব্দুল জলিল রাজা, শওকত ওসমান চৌধুরী, শেখ লিয়াকত আহমেদ, শামীম আবেদীন, এটিএম জিয়া উদ্দিন, ঢাকা প্রবাসী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী সাঈদ, রিয়াদ বাংলা স্কুলের পরিচালনা পর্ষদ সদস্য প্রকৌশলী গোফরান, রিয়াদস্থ বৃট্রিশ দূতাবাস কর্মকর্তা মাহমুদ আলী শাহ, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সভাপতি নুরুল আনোয়ার, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীনসহ বিভিন সংগঠনের নেতৃবৃন্দ।
মসীহ সিরাজের লেখা বিদায়ী অতিথি ডক্টর মোহাম্মদ আবুল হাসানকে দেয়া মানপত্র পাঠ করেন সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান জামান।
সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিদায়ী অতিথি, সভাপতি এবং মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন রিয়াদ প্রবাসী কুমিল্লা সোসাইটির কার্যকরী পরিষদের সদস্যরা।
বিডি প্রতিদিন/আরাফাত