২৭ মার্চ, ২০২০ ২০:১৯

রাজনৈতিক-অর্থনৈতিক-স্বাস্থ্য সেবায় সঙ্কটের মুখে মালয়েশিয়া!

মালয়েশিয়া প্রতিনিধি:

রাজনৈতিক-অর্থনৈতিক-স্বাস্থ্য সেবায় সঙ্কটের মুখে মালয়েশিয়া!

রাজনৈতিক-অর্থনৈতিক-স্বাস্থ্য সেবায় সঙ্কটের মুখে রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন আজ এক ভাষণে বলেছেন, মালয়েশিয়া বর্তমানে অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছে। বর্তমান পরিস্থিতি ইতিহাসে নজিরবিহীন।

তিনি বলেন, আমি মেনে নিয়েছি যে আমি আপনাদের প্রধানমন্ত্রী হিসাবে এসেছি সঠিক মুহূর্তে নয়। আমি একই সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও স্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি হয়েছি। সুতরাং, আমার প্রিয় ভাই ও বোনেরা দয়া করে সরকারকে সহযোগিতা করুন।

তিনি বলেন, এক জাতি হিসাবে আমরা একসাথে এই সঙ্কটটি কাটিয়ে উঠতে যথাসাধ্য চেষ্টা করছি। যখন এই সঙ্কট শেষ হবে এবং ধূলিকণা স্থির হবে তখনই আমরা আরও শক্তিশালী হয়ে উঠব।

এসময় তিনি বর্তমান প্রক্ষাপটে কোভিড- ১৯ মোকাবেলায় সরঞ্জাম ক্রয় এবং চুক্তি কর্মী, বিশেষত নার্সদের নিয়োগসহ অন্যান্য খরচের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য আরো আরএম ৬০০ মিলিয়ন, জনগণের কল্যাণ রক্ষায় ১২৮ বিলিয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ ব্যবসায়ীদের সহায়তায় ১০০ বিলিয়ন বরাদ্দের ঘোষণা দেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর