আক্রান্তের হিসেবে বিশ্বে সবার উপরে আগেই পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এবার ক্রমেই মৃত্যুতে রেকর্ডের পথে দেশটি। এখন পর্যন্ত তিন লাখ ২১ হাজার ৪১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ৯ হাজার ১২৯ জনের। এর মধ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে নিউইয়র্কে প্রবাসী দুই বাংলাদেশি ভাইয়ের মৃত্যু হয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক শহরের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ইকবাল হক ভূঁইয়া প্রিন্সের। এক সপ্তাহ আগে প্রিন্সের বড় ভাই শিপন আহমেদও দেশটির একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারা দু’জনই এস্টোরিয়ার বাসিন্দা ছিলেন। তাদের বাড়ি ঢাকার গোপীবাগে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হলো। এছাড়া অনেক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের সংখ্যা কয়েক শতাধিক।
বিডি-প্রতিদিন/শফিক