কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা এবং বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটি। মাহবুল্লাহ ও জীলিব আল সুয়েখ দু'টি অঞ্চল লকডাউনসহ দৈনিক ১৬ ঘণ্টা (বিকাল চারটা থেকে সকাল আটটা পর্যন্ত) জরুরি অবস্থা অব্যাহত রয়েছে।
এসময়ে বিভিন্ন মিথ্যা বানোয়াট ভুল তথ্য প্রচার করে জনগণের মাঝে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হস্তে দমনের আদেশ দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।
বৃহস্পতিবার দৈনিক আরব টাইমসে এক সংবাদে প্রকাশিত তথ্যমন্ত্রী মোহাম্মদ আল-জাবরী ঘোষণা করেছেন, আইনের বিধান লঙ্ঘনের কারণে ৬ টি নতুন নিউজ ওয়েবসাইট পাবলিক প্রসিকিউশনকে রেফার করা হয়েছে।
গত সপ্তাহে করোনভাইরাস সংকট শুরুর পর থেকে অসত্য সংবাদ প্রচার এবং আইন ভঙ্গ করার কারণে প্রায় ৪০টি লাইসেন্সপ্রাপ্ত ওয়েবসাইট পাবলিক প্রসিকিউশনের কাছে বিচারের জন্য রেফার করেছিল।
এই বিষয়ে কঠোর নজরদারিতে আছে এখানকার সকল সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট সমুহ। সূত্র: আরব টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন