মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরার লক্ষ্যে দেশটির অভিবাসন বিভাগকে আরও কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব। ইতিমধ্যেই দেশটির বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন হওয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন।
কোভিড ১৯ এর বিস্তারকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নিয়ন্ত্রণ আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের ধরতে বৃহৎভাবে যৌথ অভিযানে নামার পরিকল্পনা করছেন দেশটির অভিবাসন বিভাগ।
তবে অভিযানে শুধু বিপদ অবৈধ শ্রমিকদেরই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিপদের সংকেত দেওয়া হয়েছে মালিকদেরও। মন্ত্রণালয় থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনো কোম্পানি যেন অবৈধ শ্রমিক অথবা অন্য কোম্পানির লোক ব্যবহার না করে।
মন্ত্রী আরো বলেন, অবৈধ অভিবাসীদের আটক করা না গেলে পরে তারা আক্রান্ত হয়ে অন্যত্র চলে গেলে অন্যরা আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায় এবং কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করা কঠিব হবে। তাই বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা অবৈধদের খুঁজে বের করে করোনা পরীক্ষা করতে হবে অন্যথায় পরে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়বে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন