বাহরাইনের বাংলাদেশি প্রবাসীদের যারা ভ্রমণ ভিসায় গিয়ে অনিয়মিত বা অবৈধ হয়ে পড়েছেন, তাদের পাসপোর্ট নবায়ন করার বিষয়টি ও মেয়াদ বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাহরাইনের মানামায় অবস্থিত লাদেশ দূতাবাস শুক্রবার নিজেদের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের নাম, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর দূতাবাসের ফোন নাম্বারে আগামী ৩ দিনের মধ্যে হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মোবাইল নম্বরটি হলো ৩৮০০ ৭২৭৪। এই নাম্বারটি শুধু মেসেজ পাঠানোর জন্য।
বার্তা পাওয়ার পর দূতাবাস সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে কী করণীয় জানাবেন।
বিডি প্রতিদিন/ফারজানা