বৈশ্বিক করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া চার শতাধিক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের সংগঠন "ভোর বাজার প্রবাসী ফোরাম"।
সংগঠনের পক্ষে রবিবার ফেনীর সোনাগাজী উপজেলার ভোর বাজার এলাকার মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
সংগঠনের আহ্বায়ক রিয়াদ প্রবাসী ব্যবসায়ী আনোয়ার হোসেন রতন বলেন, সমাজের অভাবী মানুষের প্রতি নিজের দায়িত্ববোধ থেকে সম্মিলিতভাবে কিছু করার চেষ্টার অংশ হিসাবে এই ত্রাণ বিতরণ শুরু করেছি। এই জাতীয় সামাজিক কাজে সবার উচিত সহযোগিতার হাত বাড়নো।
তিনি বলেন, এই কার্যক্রমে সহযোদ্ধা লিটন খান, ফজলুর করিম, মতিউর রহমান, মার্শাল আলমগীর, জিয়াউল হক, নূর আলম কচি, আবদুল আলিম খান, দিলদার হোসেন মুক্তি, পেয়ার আহম্মেদ এবং ফখরুল ইসলাম খুসরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সবাইকে সাথে নিয়ে আমরা অভাবী, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মাস্টার নেছার উল্যাহ খাঁন, মাস্টার কবির আহমেদ, মাস্টার আবদুল কুদ্দুস, মাস্টার তাহের আহমেদ, নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার রুহুল আমিন, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, মাস্টার বোরহান উদ্দিন, আইয়ুব খাঁন, মুক্তিযোদ্ধা হোসেন আহম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন।
বিডি প্রতিদিন/আরাফাত