ইউরোপে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের (আয়েবাপিসি) কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সাংগঠনিক কর্মকান্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির হোসেনের সঞ্চালনায় সভায় ইউরোপের বিভিন্ন দেশে অবস্তানরত অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি লন্ডনের মাহাবুব সুয়েদ, সহ-সভাপতি বেলজিয়ামের ফারুক আহমদ মোল্লা, সহ-সভাপতি রোমের আখি শিমা কায়সার, সহ সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর উল হক, যুগ্ম সাধারণ সম্পাদক স্পেনের কবির আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পর্তুগালের রনি মোহাম্মদ, প্রচার সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইতালির আসলামুজ্জামান, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও মিলান সমন্বয়ক নাজমুল হোসাইন, জার্মানীর ফাতেমা রহমান রুমা, সাইফুল ইসলাম মুন্সী, স্লোভেনিয়ার রাকিব হাসান রাফি, গ্রিসের মোঃ আলামীন, হাঙ্গেরির জেরিন ফাতেমা প্রমুখ।
অনলাইন এই সভার সমন্বয়ক ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ রাসেল আহমদ। সভায় করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে স্বস্ব দেশের সার্বিক পরিস্তিতি নিয়ে কথা বলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা।
আলোচনা সভায় আগামী ১২ জুন পর্তুগালের লিসবনে অনুষ্টিতব্য চতুর্থ কার্যনির্বাহী পরিষদের সভা ও ত্রি-বার্ষিক কউন্সিল করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বাতিল করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে সভায় সিন্ধান্ত গৃহীত হয়। সভায় বর্তমান পরিস্থিতে ক্লাব-সংশ্লিষ্টদের সাময়িক অসুবিধার জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। এছাড়াও সংগঠনের রেজিস্ট্রেশন ও ওয়েবসাইট তৈরির অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
বিডি প্রতিদিন/হিমেল