করোনায় পুত্রের মৃত্যু শোকে পিতাও মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে স্বজনেরা জানান, নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ডে বসবাসরত এবং সিলেটের বিয়ানিবাজার উপজেলার মাটিজুড়া গ্রামের সন্তান ফখরুজ্জামান অপু (৪৮) ১০ মে সকাল ১০টায় কোনি আইল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেন।
পুত্রের মৃত্যুশোক সইতে না পেরে পরদিন ১১ মে সোমবার ভোর ৫টায় অপুর বাবা মুহিবুর রহমান (৭১) হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে নিকটস্থ কোনি আইল্যান্ড হাসপাতালে নেয়ার পরই জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২১৯ প্রবাসীর প্রাণ গেল করোনা মহামারিতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন