ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বড়তল্লা প্রবাসী কল্যাণ সংসদের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের ১৫টি দেশের প্রবাসীদের সহযোগিতায় ৩৫০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে আশুগঞ্জের বড় তল্লা ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সহায়তা তুলে দেন সংগঠনের সেচ্ছাসেবীরা। প্রবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।
বড় তল্লা প্রবাসী কল্যাণ সংসদের সেচ্ছাসেবীরা জানান, করোনাভাইরাসে আমাদের এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমাদের সংগঠনে প্রবাসী সদস্যরা নিজ অর্থেই ত্রাণ সহায়তা দিয়েছে এবং আমরা এই সহায়তা কর্মহীনদের হাতে তুলে দিয়েছি।
বিডি প্রতিদিন/আরাফাত