চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার কানাডার টরন্টোর পাবলিক হেলথ তার দেহে করোনাভাইরাস শনাক্তের তথ্য নিশ্চিত করে।
চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে তার স্কারবোরোর নিজস্ব বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। তবে শনিবার সকালে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে স্কারবোরো জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বিকালে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
আজিমউদ্দিন আহমেদ বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এদিকে, তার একমাত্র কন্যা অনন্যা ঐশ্বর্য রাফাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যদের ভাইরাসের পরীক্ষা হয়েছে। তারা ফলাফলের অপেক্ষায় আছেন।
বিডি প্রতিদিন/কালাম