বাংলাদেশের জাতীয় অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর, বাংলা সাহিত্য ও বাঙালী সংস্কৃতির ঋদ্ধ পুরুষ অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক- এর কার্যনির্বাহী পরিষদ গভীর শোক প্রকাশ করছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা এক যুক্ত বিবৃতিতে বাংলা সাহিত্য ও বাঙালী সংস্কৃতির কর্ণধার প্রবাদ-প্রতীম এই মহান অধ্যাপকের মৃত্যুকে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তারা বলেন -ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা বাঙালীর আত্মপরিচয়কে সংহত ও সমৃদ্ধ করার প্রয়াসে ড. আনিসুজ্জামানের অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম