ইতালির রোমে বৃহত্তর কুমিল্লা যুব পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের রসই রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব বজায় রেখে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে কুমিল্লা জেলা যুব পরিষদ, ইতালি।
সংগঠনের সভাপতি, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতালি যুবলীগ নেতা গিয়াস উদ্দিন হাসান এমপি বাহারের অতীতের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও বর্তমানে করোনা মহামারীতে কুমিল্লার রাজপথে সশরীরে উপস্থিত থেকে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খাদ্য নিরাপত্তা এবং সুচিকিৎসা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তা তুলে ধরা হয়। দোয়া মাহফিলে এমপি বাহার টেলিকনফারেন্সের মাধ্যমে ইতালিস্থ কুমিল্লার বিভিন্ন অঞ্চলের মানুষ এবং বিভিন্ন জেলার আওয়ামী পরিবারের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার জন্য আহ্বান জানান।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার, দফতর সম্পাদক হাবীব মকদম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাবু ঢালী, আইন সম্পাদক ফারুক খালাসী, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, আলী মোহাম্মদ, হাজী সুইটসহ যুবলীগের সিনিয়র নেতাদের মধ্যে সোহেল বক্সী, মহিউদ্দিন মহি, শাহাদাৎ হোসেন রনি, ইমরান মাদবর।
এ সময় কমিউনিটির সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত জোবায়ের আহমেদ রিপন, ফিরোজ খান, সোহরাব সরকার, সাইফুল সরকার, মনির উজ্জামানসহ প্রমুখ। কোরআন তিলাওয়াত করেন ইতালি আওয়ামী লীগের সদস্য ফারুক ফরাজী।
বিডি প্রতিদিন/কালাম