নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)’র পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ইকবালুর রশিদ লিটন (৪৯) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন থেকেই প্যানক্রিয়েটিক ক্যান্সারে ভুগছিলেন।
ইকবালুর রশিদ লিটনের জন্ম কুমিল্লায়। পরবর্তীতে রাজধানী ঢাকার রাজারবাগ এলাকায় বেড়ে উঠেন। লিটন দেড় দশক আগে নিউইয়র্কে এসেছিলেন।
ম্যানহাটানে বিশ্বখ্যাত স্লোয়ান ক্যাটারিং হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন লিটন। কোন উন্নতি না হওয়ায় তাকে একটি রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল। সেখানে কিছুটা ভালো বোধ করায় সম্প্রতি বাসায় এসেছিলেন।
১৯ মে মঙ্গলবার হঠাৎ করে অসুস্থবোধ করলে তাকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা